আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আমি এই স্বপ্ন এই নিয়ে ৩ বার দেখলাম |
আমি দেখি আকাশের মেঘ গুলোতে কালিমা লিখা আমি হাত দিয়ে দেখিয়ে কালিমা পড়ছি আর এর সাথে হাসান ও হোসেইন (রা.) দের ঘোড়া উড়ে যাচ্ছে। ঘোড়া গুলো আকাশেই রেলের লাইনের মতন করে যাচ্ছিলো । ঘোড়ার উপর লাঠি লাগানো যাতে লালসালু পতাকার উপর কালিমা লিখা |
এটার ব্যাখ্যা কি হবে ?