১.আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মানুষ ঈমান ও তালাকের ওয়াসওয়াসায় আক্রান্ত হলে।সে জানেও না এমন কিছু হয়েছে কিনা বা ধরেন সন্দেহে থাকে সবসময়। তহ এমন মানুষ যদি এভাবে মোনাজাতে বলে তার স্ত্রীর চাইতে যেন এক বছর হলেও বেশি বাচে যাতে তালাক জাতীয় কিছু হয়ে থাকলে তওবা করে মরতে পারে।এভাবে মোনাজাত করলে কি কোন সমস্যা হয় বৈবাহিক?
2.কিছুদিন আগে একটা প্রশ্ন করা হয়েছিল ওটা অনেকবার এডিট করা হয়েছিল।এডিট করা যায় না তবু করা হয়েছিল ।ওটা কি আবার করতে হবে?