আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
ইশরাকের নামাজ শেষে জায়নামাজেই একটু ঘুমিয়ে যাই।তখন প্রথমে স্বপ্ন দেখি আমার দাদি আর বড় ফুপু মারা গেছে( বাস্তবে তারা দুজনেই কয়েকবছর আগে মারা গেছেন), আমি যেয়ে ভালোই কান্নাকাটি করতেছি।
এরপরে দেখি আমার রুমে (হোস্টেলের একেবারে নতুন বিল্ডিং ৪ দিন ধরে থাকা শুরু করছি) বড় একটা সাপ আসছে,আমাকে কামড়িয়েছে,সাথে সাথে আমি হাসপাতালেও চলে গেছি।সেখানে ডাক্তাররা অনেক রকম চিকিৎসাও শুরু করে দিয়েছে।
এমন কেন দেখলাম?এর কি কোনো ব্যাখ্যা আছে?