আসসালামু আলাইকুম। আমার পরিচিত একজন বলে- " আমার কপাল টাই খারাপ, সব দিক দিয়েই খারাপ কপাল আমার "। পরে তাকে আমি বলি যে, এভাবে বলতেছে কেন? সে আবার বলে, "যেটা সত্তি সেটাই বলতেছি "।
আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা বলে কি তুমি তাকদীর কে অবিশ্বাস করলা? সে বলে, (এখন পযর্ন্ত যা যা হইছে তার অনেক কিছুতেই আমার কপাল খারাপ সেটা বুঝাইছি)
আমি আবার বললাম তুমি যে বলতেছো * যেটা সত্যি বলতেছি* এটার মানে কি? তখন সে বললো-( তাকদীরে আমার সাথে যা হইতেছে মনে হইতেছে এটা খারাপ, কারন আমি সাফার কষ্ট করতেছি। সেটাই বুঝাইছি)
১) উপরের কথা গুলো বলার কারনে উনার কি ঈমান চলে গেছে? ঈমানে কোনো সমস্যা হবে?