আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ উস্তাদ।
আমি নতুন অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। বিজনেস রিলেটেড কিছু জিজ্ঞাসা ছিলো আমার।
- নতুন পেইজে শুরুতে কোনো লাইক ফলোয়ার ছাড়া কেউ ট্রাস্ট করতে চায় না। সেক্ষেত্রে বেশিরভাগ পেইজই লাইক ফলোয়ার কিনে পেইজের ফলোয়ার কিছুটা বাড়িয়ে নেয় যাতে মানুষ অর্ডার করতে ভরসা পায়। এটা করা কি ঠিক হবে?
- একইভাবে পেইজ রিভিউও কিনতে পাওয়া যায়। প্রডাক্ট সেল করার ক্ষেত্রে অনেকেই রিভিউ দেখে যাচাই বাছাই করে। তবে প্রডাক্ট ভালো হলেও মানুষ খুব একটা পেইজের রিভিউ অপশনে গিয়ে রিভিউ দিতে চায় না। নরমালি মেসেজে বলে। সেক্ষেত্রে রিভিউ কিনে নেওয়া কি জায়েজ হবে?
- লাক্সারি আইটেমের বিজনেস করলে কি গুনাহ হবে? আজকাল সোশাল মিডিয়া মার্কেটিং এর কারণে মানুষের যেটা দরকার নেই সেগুলোও কিনে ফেলে। সেক্ষেত্রে আমার কি নির্দিষ্ট প্রডাক্ট সিলেকশন করতে হবে?
- বিজনেসের ক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো প্রফিট মার্জিন আছে? কয়গুন পর্যন্ত লাভ করা যাবে এই বিষয়ে নির্দিষ্ট ইসলামিক রুলিং আছে?