আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১)উস্তাদ, আমার ফরয নামাযে প্রতি দুই ও তিন রাকাতে সন্দেহের উদ্রেক হয় আমি পরেছি কি পড়িনি এমন কোন রাকাতে আছি।চার রাকাত ফরযেই এমন হয় আর এটা সবসময় হয় আমি যতই খুশুখুযু নিয়ে মনে করে করে স্বলাত আদায় করিনা কেনো এটা আমি কিছুতেই মনে করতে পারিনা যে আমি ফরয নামাযে ২নাকি তিন রাকাতে আছি, এমনটা আমার অন্য যেমন সুন্নত নফলে হয়না বা খুবই রেয়ার।আমার করনীয় জানাবেন।
২)বায়ু নির্গত হওয়া নিয়ে আমি আপনার দেওয়া প্রশ্নোত্তর পড়েছি, আমার প্রশ্ন হচ্ছে একাকি স্বলাত আদায় করার সময় কথা না বলে ওযু করে আসলে কি হাত তুলে তাকবীর দিয়ে উক্ত স্হান থেকে শুরু করতে হবে?
যেমন :আমি ফাতিহা পড়ার পর কিরাত পড়ার সময় বায়ু ছুটে যায় এখন আমি কথা না বলে ওযু করে এসে কি হাত তুলে তাকবীর দিয়ে কিরাতের যে আয়াতে থেমেছি ওখান থেকেই শুরু করবো?
৩) স্বলাত অবস্থায় পায়খানা বা প্রস্রাবের বেগ আসলে মলমূত্র ত্যাগের পরও কি ওযু করে যেখান থেকে ছেড়ে গিয়েছি ওখান থেকে পড়া যাবে? উল্লেখ্য যে মলমূত্রের বেগ স্বলাত শুরুর আগে আসেনি।
৪)কসরের সময় নিজ এলাকা অতিক্রম বলতে কয় কিমি কে এলাকা ধরা হয়?
৫) আমি ২ কিলোমিটার পর বাসে উঠার আগে কি আছর ও মাগরিবের নামায একসাথে আদায় করতে পারবো কসরকালে?
উল্লেখ্য যে আমি মহিলা বাসে মাঝের জায়গায় দাড়িয়ে স্বলাত আদায় করা সম্ভবপর হয়ে উঠে না,আর কিবলা বাস যে পথে যায় তার বিপরীতে। যদি আমি সিটে বসে আদায় করি রুকু সিজদা বাসে আদায় করা ঠিকভাবে যায় না, স্বলাত পূর্ব দিকে আদায় করতে হয় এভাবে আমি আদায় করি।