আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার আব্বা কিছু টাকা দিয়ে একটা গরু কিনে এক লোককে বর্গা দেয়।বর্গা দেওয়ার সময় এভাবে চুক্তি হয়েছিল গরু আমাদের, লালনপালন তারা করবে, লালন পালনের খরচ তারা দিবে তবে অসুখ হলে চিকিৎসার টাকা আমরা দিব। আর গরু বিক্রির পর লাভ অর্ধেকে ভাগ হবে। এভাবে গরু লালনপালন করে ও কিছুদিন পর বাছুর হয়, পরে বাছুর সহ বিক্রি করে দেয়।এর মাঝে দুধ তারা নিয়ে নেয়।বিক্রির পর লাভ চুক্তি অনুযায়ী দু ভাগ করে দেওয়া হয়।
১. এখন এখানে কি লাভের টাকা নেওয়া জায়েজ হবে? উল্লেখ্য আমাদের গ্রামে গরু বর্গা দেওয়ার পদ্ধতি এটাই প্রচলিত।গ্রামের মানুষরা আহলে হাদিস। বর্গা দেওয়ার আগে জানতাম না এটা নাজায়েজ।
২. এটা নাজায়েজ হলে লাভ বাদ দিয়ে গরু কেনার মূল মূলধনও কি নাজয়েজ হবে?