আসসালামু আলাইকুম উস্তায। আমার একজন বোনের হয়ে প্রশ্ন করছি,
ডেলিভারি হওয়ার পর 40 দিন উনার ব্লিডিং ছিলো।40 দিন পর উনার নিফাস শেষ হয়ে গিয়েছিলো, পরে 46 দিনে গিয়ে আবার উনার পিরিয়ড শুরু হলো। 10 দিন ছিলো পিরিয়ড।10 দিন পর উনি ফরজ গোসল করলেন আর তার দুইদিন পর আবার ব্লিডিং হচ্ছে।
উনার জন্য তাহলে মাসাআলা কি হবে? এমত অবস্থায় নামাজ পড়বে? একটু ডিটেইলসে বুঝিয়ে বললে ভালো হতো ইনশআল্লাহ।