১০।গতকাল থেকে হুরমত বিষয়টা নিয়ে জানার পর এত বেশি ভয় কাজ করতেছে বলার মত না।আমি কোনদিন বাবাকে নিয়ে এসব ভাবি না চিন্তাও করি না।গতকালের পর থেকে এসব নিয়ে এত চিন্তা আসতেছে,ওয়াসওয়াসা বলার মত না।আমি গরমে সহ কাথা গায়ে দিয়ে শুয়েছি কাল।আব্বুকে ভাত আর পানি দিতে সহ ভয় লাগে, তাকাইও নি আব্বুর দিকে ভাল করে।আজ হঠাৎ আব্বু খুব বেশি অসুস্থ হওয়ায় বোন বলতেছে আব্বুর মাথাটা চেপে দিতে।আমার মনে ভয় কাজ করতে শুরু করে।আমি আল্লাহ রক্ষা কর আমাকে এসব বলে বলে আব্বুর মাথা চাপি আর আল্লাহ আল্লাহ করতে থাকি কান্না ও করে দি একসময়। এরকম করেছি যতক্ষণ আব্বুর মাথা চেপেছি।হঠাত আব্বুর ঠোঁটের দিকে তাকাতে আমার ভয় লাগে, শরীর কেপেছে কিনা বুঝি নি,কিরকম চিন্তা আসছিল ওটাও বুঝি নি।আমার মনে হচ্ছে এতক্ষণ ভয়ে ভয়ে মাথা চেপেছি হয়ত ভয় পেয়েছি। এরকম মনে হওয়ার সাথে সাথে মানে হয়ত 5-10 সেকেন্ড পর আমি চলে আসি বাথরুমে ভয়ে।আবার গিয়ে মাথা চাপি।আমি সব কিছু নিয়ে মারাত্মক চিন্তায়।এতে কি হুরমত হবে? আমি ভাবিও না এসব কিন্তু আমার মারাত্মক চিন্তা হচ্ছে এসব নিয়ে কাল থেকে, আব্বুকে ভাত দিতে সহ ভয় লাগে।কি করব বুঝতেছি না।যদি future এ কোনদিন না চাওয়া সত্বেও শরীর কেপে উঠে বা না চাওয়া সত্বেও মজি বের হয় তাহলে কি হুরমত হবে?? আমি খুব বেশি ভয়ে।হুরমত নিয়ে এই ২ টা প্রশ্নের উত্তর দিয়েন।