১)অজু করতে নিয়ত করতে হবে কী?
যদি উত্তর হয় হ্যাঁ তাহলে অজু করার সময় কীভাবে নিয়ত করবো?
২) অজু শুরু করতে হয় কোথা থেকে দুই হাত কব্জি পর্যন্ত ধোঁয়া থেকে নাকি কুলি করা থেকে?
কেউ কেউ বলে দুই হাত কব্জি পর্যন্ত ধোঁয়া এটা আজুর অংশ না
অজু শুরু করতে হয় কুলি করা থেকে এটা কি ঠিক?
প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত এমনি ধুতে হয় কুলি করার জন্য হাত পরিষ্কার করার জন্য এটা কি ঠিক?
৩) কুলি করা এবং নাকে পানি একসাথে করা না কি আলাদাভাবে করা?