এহইয়াউস সুনান বইয়ে দেখলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহুয়ালাইহি ওয়াসাল্লাম এর করনীয় বর্জনীয় দুইটাই সুন্নত। তাহলে আমরা যে প্রতিদিন আসরের পূর্বের ৪ রাকাআত, যোহরের ২ রাকাআত নফল, প্রতিদিনের সুন্নাত তাসবীহ অথবা নামাজে মুস্তাহাব অনেক আমল রেগুলার করি,। তাছাড়া ইশরাক চাশতের নামাজ ইত্যাদি।
এইগুলাতো সুন্নাতে মুয়াক্বাদা নয় বরং নফল, মুস্তাহাব বা সুন্নাতে যায়েদা যেগুলা সাহাবায়ে কেরাম গনঅ এগুলা প্রতিদিন আমল করেন নাই।। তাহলে আমরা যে রেগুলার পড়ছি এগুলাত আল্লাহ তায়ালার নৈক্ট্যবাজন হুয়ার জন্য পড়ছি।। তাহলে কি বিদাত হবে না?
সালাফদের আমল থেকে এবং শরিয়তের মূলনীতি দিয়ে উত্তর দিলে ভালো হবে..