আসসালামু আলাইকুম।
ইবনে উমার (রঃ) একটি লোককে বলতে শুনলেন না, কাবার কসম! তিনি তাকে বললেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খেও না। কেননা, আমি রাসুলুল্লাহ (সঃ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি গায়রুল্লাহ নামে কসম করে, সে কুফরি অথবা শিরক করে।(আবু দাউদ ৩২৫১, তিরমিজি ১৫৩৫ নং)
এই হাদীস টা তে বলা হলো - "যে গাইরুল্লার নামে কসম করে, সে কুফরি করে অথবা শিরক করে"।
১) কেউ যদি আল্লাহর নাম ছাড়া গাইরুল্লার নামে কসম কাটে তাহলে এই ভুলের জন্য সে কি কাফির হয়ে যাবে?
২) আপনাদের কাছে প্রশ্ন করার সময় যিনি প্রশ্ন করতেছে, সে যদি প্রশ্নে লিখে যে,সে মনে করতেছে "সে কাফির, সে কাফির হয়ে গেছে" এভাবে যদি প্রশ্নে কেউ নিজেকে কাফির লিখে প্রশ্ন করে তাহলে কি সে কাফির হয়ে যাবে?