আসসালামু আলাইকুম। আমি সাইটে কুফুরি নিয়ে কিছু প্রশ্ন পড়েছিলাম। শুধু জানার জন্য। কোনটা বললে কি হয়। যেহেতু জেনারেল লাইনে পড়াশোনা। এত কিচ্ছু জানি না তাই প্রশ্ন আর উত্তর পড়তেছিলাম।
প্রশ্ন গুলা আর উত্তর গুলা পড়ার পরে থেকে আমার মাথায় কুফুরি বাক্য আসতেছে। মনে মনে অনেক কিছু বলে ফেলতেছি। মানে মানুষ এর প্রশ্ন কি ছিল উত্তর কি ছিল এগুলা মনে করতে যেয়েই নিজের মত অনেক কিছু বলেছি। বলার পরেই আবার মনে হইতেছে এগুলা বলা ঠিক হয় নাই। আগে কোনোদিন এমন হয়নি। আমি মুখে উচ্চারণ করিনি এটা আমি নিশিত ইন শা আল্লাহ। কিন্তু মনে মনে যখন এগুলা বলতেছিলাম তখন একটু পরে পরে জোরে জোরে নিশ্বাস নিতেছিলাম।
১) আমার অনেক ভয় লাগতেছে। আল্লাহ কি আমাকে মাফ করবেন? মনে মনে বলার কারনে?
২) জোরে জোরে নিশ্বাস নেয়ার কারনে কি এটা তে কোনো সমস্যা হবে? আমি উচ্চারণ করে কিছু বলিনি।
২) আমার মনে হইতেছে আল্লাহ আমাকে মাফ করবে না। ( আল্লাহ না করুক) ।তাই আমি আমার মা কে বলেছি আমি একটা পাপ করে ফেলছি। মনে মনে কিছু বলে ফেলেছি। তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাও। যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। তুমি তো মা। তোমার দোয়া আল্লাহ শুনবেন ইন শা আল্লাহ। এভাবে কি আমার পাপের জন্য আমার মা কে আমার জন্য দোয়া করতে বলা যাবে কি?