বিসমিহি তা'আলা
জবাবঃ-
(১)
কেবল কোনো ফরয বিধানকে অস্বীকার করলেই তাকে কাফির বলে আখ্যা দেয়া যায়।সুতরাং যদিও তাকে কাফির বলা যাবে না, তবে সে গোমরাহ।
(২)
উনি দাড়িকে স্বীকার করেন।আলহামদুলিল্লাহ!আল্লাহ পাক উনাকে সৎ সাহসেরও তাওফিক দিক।
মাতাপিতা বা কারো কোনো আদেশকে আল্লাহর হুকুমের বিরোধিতায় মানা যাবে না।এমনকি আল্লাহর বিধান পালনে পৃথিবীর কারো কোনো বিধিনিষেধের তোয়াক্কা করা হবে না।
(৩)
তাকে হেকমতের সাথে নাসিহা করুন।ভালো ভালো ইসলামী বই/কিতাব তাকে হাদিয়্যা দিন।তাকে নেককাজের দিকে সাধ্যানুযায়ী আহবান করুন।আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.