রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"إنما الأعمال بالنيات، وإنما لكل امرئ ما نوى"
অর্থাৎ, “সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেকের জন্য সে যা নিয়ত করে তাই প্রাপ্য।”
(সহীহ বুখারী ও মুসলিম)
ইসলামি বিধানের যেসব আমলের ক্ষেত্রে নিয়ত করা শর্ত, অর্থাৎ নিয়ত ছাড়া আমলটি শুদ্ধ হবে না:
1. নামাজ (সালাত)
নিয়ত ছাড়া নামাজ সহীহ হয় না।
2. রোযা (সাওম)
রমজানের রোযা, নফল রোযা, কাযা বা মান্নতের রোযা — সবক্ষেত্রেই নিয়ত প্রয়োজন।
3. যাকাত
যাকাত দেওয়ার সময় নিয়ত থাকা জরুরি যে “এটি যাকাত।”
নিয়ত ছাড়া কেবল দান করলে যাকাত আদায় হবে না।
4. হজ ও উমরা
নিয়ত (ইহরাম) ছাড়া হজ বা উমরা শুরু হয় না।
হজের শুরুই হয় নিয়তের মাধ্যমে।
5. গোসল (জানাবাত, হায়েজ, নেফাস থেকে পবিত্র হওয়ার গোসল)
নিয়ত ছাড়া শুধু শরীর ধোয়া পবিত্রতার গোসল হিসেবে গণ্য হয় না।
6. ওযু (অজু)
হানাফি মাযহাবে নিয়ত ওযুর সুন্নত,
কিন্তু শাফেয়ী ও হানবলী মাযহাবে নিয়ত ফরজ শর্ত।
হায়েয বা নেফাসের রক্ত যদি পূর্ণ মেয়াদের পূর্বে বা আদতের পূর্বে বন্ধ হয়ে গেলে এবং ১০ দিনের মধ্যে আর ব্লিডিং না হলে সেক্ষেত্রে ঐ কয়দিনই হায়েজ হিসেবে ধরতে হবে।