আমরা জানি , রূপার নেসাব ৫২.২ তোলা | তাহলে প্রচলিত হিসাব অনুযায়ী ৫২.২ ভড়ি রূপা থাকলে কি যাকাত ফরজ হবে ? নাকি ৭.৫ ভড়ি রূপা থাকলে যাকাত ফরজ হবে ? এই বিষয়টা একটু পরিষ্কার করে বুঝিয়ে বলুন | যাতে , যাকাতের ক্যালকুলেশন টা সহজ ভাবে করতে পারি |
আর , ফসল ( জমি ) , পশু , ব্যাবসায়িক পন্যের উপর কখন যাকাত ফরজ হবে ?