১। আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মানুষ জানে পর্দা করা ফরজ,না করলে গুণাহ আর কটাক্ষ করলে ঈমান চলে যাবে।এমন মানুষ এমনিতে যদি পর্দা না করে আর ভাবে ওরাও তহ এভাবে থাকে, আচ্ছা থাক এভাবে থাকি।পর্দা করে মাঝে মাঝে বাসায় গায়রে মাহরামের সামনে করে না।তাহলে কি ঈমান চলে যাবে?? কথা গুলো ভাবার সময় এটা হয়ত মাথায় নাই ঈমানে সমস্যা হবে কিনা।তাহলে কি ঈমান চলে যাবে?হঠাৎ এমন চিন্তার কারণে কি কোন সমস্যা হবে?
২।তওবা করলে কি কোন সমস্যা হবে এর জন্য?কোন মিথ্যা শিকারোক্তি হবে?