কোনো ব্যাক্তি যদি ঈমান চলে যাবার দ্বিধান্বিত অবস্থায় পুনরায় ঈমান এনে বিবাহ নবায়ন না করে স্ত্রীর সাথে স্বাভাবিক সংসাররত অবস্থায় কিংবা বৈবাহিক সম্পর্কের অবস্থার দ্বিধাগ্রস্ত অবস্থায় স্ত্রীর সাথে স্বাভাবিক সংসাররত অবস্থায় সূরা আলে ইমরান এর ৮নং আয়াতের দূআ তালাকের নিয়ত সহকারে আওয়াজ করে পড়ে সেক্ষেত্রে বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হতে পারে কি?
সূরা আলে ইমরান এর ৮নং আয়াতের দূআ কি কেনায়া বাক্য? উক্ত দূআয় সরল পথ প্রদর্শনের পরে অন্তরকে বক্র না করার আবেদন আছে এবং আল্লাহর কাছে করুনা/রহমত চাওয়া হয়েছে। বর্ণিত ক্ষেত্রে সরল পথের কথা ভেবে তালাকের নিয়ত সহকারে এই করুনা/রহমত চাওয়া কি কেনায়া বাক্য বলে বিবেচিত হতে পারে?