আসসালামু আলাইকুম। আমি একজন মেয়ে। ২০২১ সালের দিকে অনলাইন এ একটা কাজ করতাম। সেখানে একাউন্ট খুলার জন্য এক ভাই আমাকে ৩৯ ডলার দিয়েছিল। তখন কার হিসেবে সেটা ৪৩০০ টাকা। উনি আমাকে ববলেছিল যে" তোমাকে ছোট বোন মনে করে এটা দিলাম। এটা ফেরত দিতে হবে না"। কিন্তু তাও আমি উনাকে তখন ই ২০০০ টাকা নিয়ে অনুরোধ করেছিলাম। কিন্তু উনি নেয়নি। উনি আমাকে বলেছিল " ৫ ডলার এর টাকা দিও "।পরেই মনে হয় উনাকে ২০০০ টাকা নেয়ার জন্য বলেছিলাম কিন্তু উনি নেয় নি।
আজকে ২০২৫ এ এসে উনাকে আমি মনে করালাম যে আপনি তো আমাকে সেই সময় ৩৯ ডলার দিয়েছিলেন। আপনার কি মনে আছে? মানে তাকে আমি ম্যাসেজ দেখালাম। পরে উনি বলছে উনার আর কোনো দাবি নাই। কিছু নাই। এটা এক প্রকার গিফট। এগুলো যেন বাদ দিয়ে দেই। আগে যেটা গেছে, সেটা গেছে। উনাকে আমি জিজ্ঞেস করলাম এখন কি এই ৪৩০০ টাকা দিতে হবে না নাকি? উনি বলছে লাগবে না আর দেয়া।
এখন আমার প্রশ্ন হলো - উনি দুনিয়াতে বলতেছে যে, কোনো কিছুর দাবি নাই, ভুলে যদি কোনো টাকা থেকেও থাকে সেটারও নাকি কোনো দাবি নাই। উনি মন থেকে বললেন। এখন এর পরেও যদি উনার মনে কিছু থাকে আর আমাকে না জানায় তাহলে কি আল্লাহ আমাকে হাশরের ময়দানে আটকাবে?