১।কাযা রোজা রাখার সময় নিয়ত করেছিলাম যে অমুক সালের রমাদানের কাযা রোজার নিয়ত করছি।কিন্তু আমার মনে ছিল না যে আসলে ওই সালের রোজা গুলা আগেই শেষ হয়ে গিয়েছিল এবং আমি অন্য আরেকটি বছরের কাযা রোজা শুরু করেছিলাম।এখন এই নিয়তে করা কাযা রোজা কি হয়েছে?এই রোজা গুলো কি আমি পরে যে বছরের কাযা শুরু করেছিলাম সে বছরের হিসেবে ধরা হবে?
২।সুদের টাকা বা হারাম টাকা কাদেরকে দেওয়া যাবে?
৩।বাসাবাড়িতে কাজ করে কিন্তু একেবারে গরীব না,কিছু সম্পদ আছে,মোটামুটি ভাবে সংসার চলে এমন ব্যক্তিকে এই সুদের টাকা দেওয়া যাবে?এই টাকায় কি তাদের ইবাদাতে কোন প্রভাব পড়বে?
৪।অনেকে হজ্জে বা যানবাহনে পানি স্প্রে করার বোতলে পানি ভরে স্প্রে করে ওযু করার কথা বলে।এভাবে কি ওযু করা যাবে?