আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
আমি একজন সদ্য কলেজ পড়ুয়া প্র্যাক্টিসিং মুসলিমাহ। বর্তমানে আমার পরিবারের মধ্যে পর্দা নিয়ে জটিলতা হয়েছে এবং এতে আমি মানসিকভাবে খুবই কষ্টে আছি। বিষয়গুলো সংক্ষেপে হচ্ছে:
আমি ইসলামের নির্দেশ অনুযায়ী পর্দা রাখার চেষ্টা করছি, কিন্তু পরিবারের সদস্য আমার সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না। আমার মা-বাবা বলছেন: "তুমি যদি বাইরে কাজ করে পড়াশোনা চালাতে পারো তাহলে পারবে; আর এভাবে না পারলে প্রব্লেম নাই (অর্থাৎ উনারা আমাকে তখন পড়াশোনা করাতে ইচ্ছুক না। তবে আমি পড়াশোনা করতে চাই, এজন্যই সহশিক্ষা থেকে দূরে মহিলা কলেজে ভর্তি হয়েছি।)" এভাবে তারা শর্ত দিচ্ছেন। কিন্তু তারা আমার পর্দা সম্পর্কে কিছু বলছেন না ! পর্দা সম্পর্কে কথা সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে ! সম্প্রতি তারা আমাকে গার্মেন্টসে ইন্টারভিউ দিতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমতে আমাকে ভিতরে ঢুকানোই হয়নি ।
আমার পরিবার আমাকে কিছু জিনিস (বই, ব্যাগ, কলেজের জুতা ) কিনে দিয়েছেন, আমার পড়াশোনার জন্য , কিন্তু আবার কাজের কথা ও বলছেন ! আমার বাবা বর্তমানে বেকার; আর মা গর্ভবতী; এই পরিস্থিতি বাড়ির সব চাপ আমার উপর বাড়ছে। আমি মানসিকভাবে কোন সিদ্ধান্ত নিতে পারছি না ।
আমার নিজের মনে শান্তি নেই;মাথা ঠিক মতো কাজ করছে না। আমি ভেবেছি হয়ত কাজ নিয়ে নেব (যাতে পরিবার খুশি হয়), অথবা দ্রুত বিয়ে করে ফেলব। কিন্তু পরিবার থেকে বিয়ে দিবেনা এখন।
আমি আপনার কাছ থেকে জানতে চাইছি (ইসলামিক দিক ও বাস্তব পরামর্শ দুটোই):
১| এই পরিস্থিতিতে আমার কর্তব্য কী? ঈমান-পর্দা বনাম পরিবারের চাহিদা কীভাবে ভারসাম্য রাখবো?
২| যদি পরিবার চাপ দেয়, তাহলে কীভাবে ধৈর্য রেখে তাদের সাথে আলাপকরণ করবো যাতে সম্পর্ক ভাঙে না এবং আমি আমার ধার্মিকতা বজায় রাখতে পারি?
৩| আমি কি কাজ করতে পারি? কাজ করলে কিভাবে পর্দা ঠিক রেখে নিরাপদভাবে কাজ করা সম্ভব? (কোন ধরনের কাজ ইসলামে গ্রহণযোগ্য ও নিরাপদ বিবেচিত হবে?)
৪| যদি বিবাহই একমাত্র সমাধান মনে হয়, তাহলে পাত্রের মধ্যে কোন দিক গুলো দেখা উচিত? এবং আমি যদি কোনো প্র্যাক্টিসিং কাউকে পাই (রব যদি মিলিয়ে দেন) তাহলে বাবা মাকে না জানিয়ে বিয়ে করে তারপর বাবা মাকে জানানো যাবে কী? এভাবে কী বিয়ে সহীহ হবে?
জড়িত সকল বিষয়ের জন্য আমি দয়া করে ইসলামিক ভিত্তিক স্পষ্ট এবং বাস্তবসম্মত গাইডলাইন চাই- কি করা উচিত, কোন সিদ্ধান্তগুলো ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য এবং কোনগুলো এড়ানো দরকার? আমার মানসিক শান্তি ও ঈমান দুটোই রক্ষা করার উপায় জানতে চাই। কারো সাথে পরামর্শ করার মতো এমন কেউ নেই। অনুগ্রহ করে আমাকে দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করলে খুবই মেহেরবানি হতো উস্তাদজি ইনশাআল্লহ।
জাযাকুুমু্ল্লাহু খইরন।