আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
180 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (51 points)
আসসালামু আলাইকুম, আমার মনে ইদানীং কিছু উদ্ভট প্রশ্ন উদয় হচ্ছে।প্রশ্নগুলো রসায়ন বিজ্ঞান হতে অনেকটা। তবুও বলি,
১. আল্লাহ লবণ সৃষ্টি করেছেন যেখানে সোডিয়াম আর ক্লোরিন আছে। এখন কোনভাবে যদি এই সোডিয়াম আর ক্লোরিনকে আলাদা করা হয় তাহলে কি আল্লাহর সৃষ্টি নষ্ট করা হল? গুনাহ হবে? এইভাবে বিভিন্ন একত্রিত পদার্থ গুলো কে পানিতে মিশিয়ে বা তাপ দিয়ে আলাদা করা যায়।

২. মূলত কথা হল মানুষের প্রয়োজন বা অপ্রয়োজন যেকোনো কারণে এভাবে পদার্থ আলাদা করলে কি গুনাহ হয়? অপ্রয়োজনীয় না যদিও কেননা এইসকল বিক্রিয়া গবেষণা করেই করা হয়। যেমনঃ পানি থেকে হাইড্রোজেন অক্সিজেন আলাদা করা বা তাদের মিলানো।
৩.যেকোন আল্লাহর সৃষ্টি মানুষ কি নিজ প্রয়োজন মত ব্যবহার কর‍তএ পারবে? যেমনঃ পাহাড় আছে কিন্তু সেটা কেটে রাস্তা বানানো ইত্যাদি

৪. স্বাধীনতা দিবস উপলক্ষে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ জায়েজ কিনা যা অনলাইন এ হবে টাকা ছাড়া অনলাইনে রেজিষ্ট্রেশন হয়।

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা’আলা বলেন, 
هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الأَرْضِ جَمِيعاً ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاء فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
তিনিই সে সত্ত্বা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমীনে রয়েছে সে সমস্ত। তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুতঃ তিনি তৈরী করেছেন সাত আসমান। আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত।( সূরা বাকারা-২৯)


আল্লাহ তা’আলা উনার বিভিন্ন সূষ্টি সম্পর্কে বলেন, 
أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ
তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?
لَوْ نَشَاء لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلَلْتُمْ تَفَكَّهُونَ
আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
إِنَّا لَمُغْرَمُونَ
বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;
بَلْ نَحْنُ مَحْرُومُونَ
বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
أَفَرَأَيْتُمُ الْمَاء الَّذِي تَشْرَبُونَ
তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ
তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?
لَوْ نَشَاء جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?
أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِؤُونَ
তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?
نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَ
আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আল্লাহ লবণ সৃষ্টি করেছেন যেখানে সোডিয়াম আর ক্লোরিন আছে। এখন গবেষণার প্রয়োজনে কোনভাবে যদি এই সোডিয়াম আর ক্লোরিনকে আলাদা করা হয়, তাহলে তা নাজায়েয হবে না। 

(২) প্রয়োজন আলাদা করা যাবে তবে অপ্রয়োজন এভাবে পদার্থ আলাদা করা যাবে না। বরং এটা অপচযের শামিল হবে। এবং গোনাহ হবে। 

(৩) যেকোন আল্লাহর সৃষ্টি মানুষ কি নিজ প্রয়োজন মত ব্যবহার করতে পারবে? যেমনঃ পাহাড় আছে কিন্তু সেটা কেটে রাস্তা বানানো । কেননা পৃথিবীকে আল্লাহ মানুষের জন্যই বানিয়েছেন। 

(৪) টাকা ছাড়া হলে এবং দ্বীন বা দুনিয়াবী ফায়দাজনক হলে তথা শিক্ষামূলক হলে,  স্বাধীনতা দিবস উপলক্ষে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ জায়েজ হবে। তবে অংশ গ্রহণ না করাই উত্তম হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...