আমার বিবাহ হয়েছে ৫ বছর, আমার হাজব্যান্ড এর তেমন ইনকাম নেই, কিন্তু আমি একজন হাফেজা আমি মাদ্রাসায় চাকরি করতাম, এইভাবে ২ বছর গেল, আমার মহর সব নিয়ে ফেলে এবং আমার বাচ্চার ডেলিভারি খরচ বহন করেনি, আমার যত্ন নেই না, ডাক্তারি চিকিৎসা ও আমার নিজের নিতে হয়, উনি একটা মাদ্রাসা দিন ওখানে আমি চালাতাম, কিছু টাকা আসতো ওগুলা উনি খরচ করত, পড়ে দেখা গেল উনি মাদ্রাসার ছাত্রীদের ছবি তুলে, আবার আমার নাম এ আমার আত্মীয়দের বুঝায়, আমি তাকে তালাক দিয়েছি এইটার ব্যাপারে একটু বিস্তারিত জানান ।