আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
আমি সম্প্রতি একটি কাবা শরীফের অনুরূপ আকৃতির একটি সেভিংস বাক্স কিনেছি (মূল্য ৭০০ টাকা)। আমার উদ্দেশ্য হলো ভবিষ্যতে উমরাহ করার জন্য সেখানে টাকা জমা রাখা, ইন শা আল্লাহ।
এখন প্রশ্ন হলো, কাবার মত দেখতে বাক্সে টাকা জমা রাখলে কি কাবার মর্যাদাহানির কোনো আশঙ্কা আছে? এটা কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ হবে?
অনুগ্রহ করে জানালে কৃতজ্ঞ থাকব।
জাযাকাল্লাহু খাইরান