السلام عليكم ورحمة الله وبركاته
;أحْسَنَ اللّٰهُ إلَيْك
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ ন্যানোমাটেরিয়াল এবং সিরামিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধীনে একটি প্রজেক্টে লোক নিয়োগ দিবে। এই প্রজেক্ট এর ফাণ্ডিং হচ্ছে বিশ্বব্যাংক তথা World Bank থেকে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে টাকা দেয়,এরা আবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কে প্রজেক্ট চালানোর জন্য টাকা দিবে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই প্রজেক্টের অধীনে যারা আছে তাদের মাসিক বেতন দিবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিজস্ব ফাণ্ড থেকে কোনো টাকা দিবেনা, টাকার উৎস সরাসরি বিশ্বব্যাংক থেকে আসছে।আমি যেই কাজটি করবো, তা সম্পূর্ণ হালাল।
এই উপার্জন কি সম্পূর্ণ হালাল নাকি হারাম হবে ?
উল্লেখ্য আমার বয়স ২৮ ,আমি বেকার এবং আমার বাবা সুদি প্রতিষ্ঠানে চাকরি করে,আমার পরিবারে কোনো হালাল আয়ের উৎসের ব্যবস্থা নেই ,আমি নিজের উপার্জনে চলতে চাই, বাবার সুদের টাকা জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করতে আমার ইচ্ছা করেনা। আমার করণীয় কি একটু জানাবেন।এমতাবস্থায় আমার এখানে চাকরি করা কি ঠিক হবে?
جزاك الله خيرا