আসসালামু আলাইকুম, আমার স্বামীর সাথে আগে একবার রজঈ ত্বালাক, একবার বায়েন ত্বালাক হয়। পরবর্তীতে আমরা আবার বিয়ে করি, গত জুলাই মাসে আমি আমার হাজব্যান্ড এর বাসা থেকে বাবার বাড়ী চলে আসি কারণ তার আচরণ আর আমার বাবার বাড়ির প্রতি বিদ্রুপ ভাষার কারণে মানষিক চাপ আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে ২৩ আগস্ট আমাকে বলেছে তিন মাস না গেলে আমি ত্বালাক হয়ে যাবো। ২৩ নভেম্বর তিন মাস পূর্ণ হবে। আমি না গেলে এটাকি ৩য় ত্বালাক হবে? যদিও আমাকে মুখে উচ্চারণ করে বলে নাই যেটা সেটা হল পরে বলছে, সে বলতে চেয়েছে যে আমি যদি তার বাসা থেকে সব কাপড়চোপড় নিয়ে এসে তিন মাস না যাই তাহলে ত্বালাক হবে, সেক্ষেত্রে কি যেকোন সময় এই শর্ত পূরণ হলে ত্বালাক হয়ে যাবে?
উল্লেখ্য, আমার হাজব্যান্ড সংশোধন হবে এই আশ্বাসে আমি তাকে আবারো বিয়ে করি, কিন্ত সে আমাকে দিনের পর দিন মানষিক অত্যাচার , গালাগালি করেই যাচ্ছে, আবার আমাকে সঠিকভাবে ত্বালাক না দিয়ে ঝুলিয়ে রাখছে। উল্টো আমাকেই বলছে ত্বালাক দিতে।