আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
স্বপ্নটি মূলত আমার আম্মার। উনার হয়েই বর্ণনা করছি।
আমি স্বপ্নে দেখলাম আমাদের পুরাতন বাসার (বাবার বাড়ি) জানালায় একদম ধবধবে একটি সাদা কবুতর জাতীয় পাখি এসে বসেছে৷ দেখে কবুতরই মনে হলো। যখনই আমার চাচাতো ভাইয়েরা সেটি ধরতে যাবে তখনই তা উড়ে আমাদের ঘরে ডুকে জানালার পাশে রাখা খাটে বসলো। আমি খাটে বসে যখনই সেটির মাথায় হাত বুলালাম তখনই সেটি আমার সাথে কথা বলা শুরু করলো। এটি দেখে আমি আমার চাচাতো ভাইদের বললাম, "দেখ, পাখিটি কথাও বলছে"। কিন্তু যখনই তারা দেখতে আসলো সেটি তাদের সামনে আর কথা বলছিলো না। আমার দেখে মনে হলো কবুতরটি হয়তো অসুস্থ। এটি বলার সাথে সাথে কবুতরটি আমাকে বললো, " হ্যাঁ, আমি অসুস্থ। আমাকে খাওয়ার জন্য পানি দে। আমার মাথায় পানি ঢাল।" যখনি আমি পানি ঢালতে যাবো আমার চাচা এসে বললো মিলাদ পড়তে মানুষ আসবে কিছুক্ষণ পর। আমি বললাম, "এত কম সময়ে কেমনে কি! আর আম্মা কই? (বর্তমানে আমার নানু মৃত) এত কম সময়ে আমি এত মানুষের জন্য সেমাই কখন রান্না করবো! ঘর কখন পরিষ্কার করবো!" এতটুকু বলে আমার ঘুম ভেঙে যায়।
মুহতারাম অনুগ্রহ করে এ স্বপ্নের ব্যাখ্যা বললে মুনাসিব হয়।