১/আমার পেইজের প্রচারনার জন্য যদি এমন কোন কিছু আয়োজন করি যেমন,যে বেশি লাইক কমেন্ট করবে মেনশন দিবে তাকে বই/ আমার পেজের এই প্রোডাক্ট দেওয়া হবে।অথবা ১০ দিন যে বেশি মেম্বার এড করবে তাকে এই প্রোডাক্ট দেওয়া হবে এইগুলা কনটেস্ট কি জায়েজ হবে? যেহেতু অনেকে কস্ট করতেছে কিন্তু গিফট ১ জন পাবে?
২/পেইজে রিলস/ ভিডিও হারাম কিছু( যেমন গান বা বেপর্দা) কিছু ছাড়া দিলে গুনাহ হবে? যদি আমার হালাল/শিক্ষনিয় রিলস দেখতে গিয়ে কেও অন্য রিলস দেখে ফেলে আমার এইটা দায়ভার হবে?(রিলস গুলা দেই নাসিদ বা বক্তার কথা মিউজিক নেই মানুষ নেই)
৩/ কোন মহিলা কি বিসনেস করতে পারবে নিজের ভরন পোষন জামাই যথেস্ট দেয় তবুও নিজের হালাল কিছু উদ্দেশ্যে ওমরাহ,দান, হাদিয়া ইত্যাদির জন্য বাসায় বসে অনলাইন বিসনেস করতে পারবে? সামি রাজি থাকলে? হালাল ভাবে?
৪/ বিসনেস এর জন্য ভিডিও করা যাবে মানুষ সহ প্রোডাক্ট এর?
৫/ মক্কা মদিনা গেলে আমরা আবগে সেখানের চারপাশের ছবি তুলে দেখা যায় না চাইতেও আশে পাশের মানুষ কেমেরায় চলে আসে এইটা নাজায়েজ হবে কি? হলে মক্কা ম মদিনার ছবি কিভাবে তুলব বা রাস্তার