আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
১) একজন ৫ ওয়াক্ত নামাজী ব্যক্তি হঠাৎ একদিন নামাজ শেষে রাগ/বিরক্ত হয়ে (এক নামাজ রিপিট করতে হয়েছিল) নামাজকে গালি দিলেন। কিছুদিন পর তিনি বুঝতে পারলেন যে উক্ত বলা কথাটি কুফুরি কাজ এবং তওবা করলেন। তাঁর ইমানের অবস্থা কী হবে? এতদিন পর বুঝে উঠতে পারছে না সেটা ভুলক্রমে দিয়েছে নাকি ইচ্ছায়।
২) কেউ অজান্তে বড় কুফুরি কাজ / কথা বলে ফেলেছে। সে জানেই না উনি কুফুরী করেছেন তার ঈমান নবায়ন করতে হবে। কিন্তু সে নামাজের তাশাহুদ এ আবার ওযুর পরের যে দোয়া পরতে হয় সেখানে শাহাদাত পাঠ করেছে। এমতাবস্থায় তার ঈমান কি অটোমেটিক নবায়ন হবে?