السلام عليكم ورحمة الله وبركاته
উস্তাজ,
১/আমার এক বোন রাতে ডিম লাইট জ্বালিয়ে সোফায় বসে ফোন দেখছিলো, রাত ০২:১৫ এর দিকে। এমন সময় সে দেখে তার পায়ের কাছ ঘেষে একটা কালো বিড়াল তার বেডরুমে চলে যায়। সে সাথে সাথে বিড়ালের পিছু করে ঘরে যায় জানালা খুলে দিতে যাতে বিড়ালটা যেতে পারে। গিয়ে আর বিড়াল পায়না। লাইট জালিয়ে কিছুক্ষণ খুঁজেও পায়না। আপু বললো তার বিড়ালটা দেখে মনে হয়েছে যে কিছুটা অস্পষ্ট ছিলো।
তারা প্রায় ১৮+ বছর ধরে এ বাড়িতে থাকে। আগে কখনও এমন হয়নি। যদিও এখানে নতুন বিল্ডিং বানিয়ে সেখানে থাকছে প্রায় ১০ মাস ধরে, কিন্তু এতদিনও এরকম কিছু হয়নি।
এটা কি ছিলো উস্তাজ? আমাদের কি করা উচিত।
২/ আপু বলে তাদের স্বামী স্ত্রী তে ঝগড়া হয় বলে তাদের বাড়ির এড়িয়া এক বড় মাদরাসার হুজুর বন্ধ করে দিয়েছেন। কিন্তু তারপরও এমন হলো।
বাড়ি বন্ধ করার কি কোনো ফায়দা আছে? বা এ আমল কি কোরআন সুন্নাহতে আছে?