আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ উস্তাদ,
আমি প্রচুর সময় অপচয় করি যখন ফোন হাতে নেই। ইউটিউব ফেসবুক কিংবা মেসেজিং এসব করে করে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যায়। এ থেকে মুক্তির জন্য ইসলামিক বই কিনেছি। কিন্তু কিছু পড়ে আর পড়িনি। আমার পড়ালেখা অনেক। হিফজ পড়ছি, কওমি তে পড়ছি, অনার্সে পড়ছি। এত এত পড়া আছে। কিন্তু একটু পড়তে গেলেই বিরক্ত লাগে মন দিয়ে পড়তে পারি না। আর একটা বিষয় আত্মস্থ করতে অনেক সময় লাগে। হিফজ টা মুখস্থ করতে অনেক সময় লাগে।
উস্তাদ, আমি চাই সময়ের যথাযথ মূল্যায়ন করতে এবং কাজে লাগাতে। কিন্তু নফস আর শয়তান এর ধোঁকাতে পড়ে দেখা যায় নামাজ কাজা হয় আবার তাহাজ্জুদের সময় উঠতে পারি না। রাসূল সাঃ এর সাহাবী তাবে-তাবেইন দের জীবনী নিয়ে লেখা ভালো লেখকদের বই সাজেস্টে করুন আর কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো একটু বলুন মিন ফাদলিক।