আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার বিয়ের জন্য একটি বেদ্বীন পরিবার থেকে সম্বন্ধ আসে। কিন্তু এখানে আমার বিয়ের ইচ্ছা নেই। ইস্তেখারা করেছিলাম। আলহামদুলিল্লাহ সেদিন শেষ রাতে স্বপ্নে দেখি আমি নিজে প্রস্তাবটা রিজেক্ট করছি কারণ ওই পরিবারে পরিপূর্ণ পর্দার ব্যবস্থা নেই। ছেলেপক্ষ বিভিন্নভাবে রাজি করানোর চেষ্টা করলেও আমি এই প্রস্তাব নাকচ করেছি দ্বীনের জন্য।
এটা আমার পরিবারকে জানালেও তারা ছেলে পক্ষের কথায় গলে গিয়ে আমাকে বারবার বুঝাচ্ছে রাজি হতে। কিন্তু এরপরেও আরো কয়েকবার স্বপ্নে দেখলাম এই বিয়েতে আমি রাজি নই দ্বীনের জন্য, পর্দার জন্য।
গতরাতেও স্বপ্নে দেখি ছেলেপক্ষ পর্দাকে গুরুত্ব দিচ্ছে না তাই আমি রাজি হচ্ছি না। ছেলেপক্ষ আবারো চেষ্টা করে যাচ্ছে রাজি করাতে। কিন্তু পর্দার বিষয়ে তারা সংশোধন হচ্ছে না।
এবং বাস্তবেও সেখানে পর্দার পরিবেশ নেই।