আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।স্বামী দূরে থাকে প্রায় ১ বছর হচ্ছে স্বামীর সাথে দেখা হচ্ছে না এমন মেয়ে স্বামীর সাথে ফোনে রাতে কথা বলার সময় মানে গোপন তরল কিছু বের হয়,এরপর কিছু ভিড়িও ও দেখে। এখন এগুলো মজি নাকি বীর্য বুঝতে পারে না।স্রাব ও যায় প্রায় সময়।টয়লেটে গিয়ে সাদা ওর মনে হচ্ছে ওটা স্রাব।এখন বুঝতে পারতেছে না।রাত থেকে এটা নিয়ে ভাবতেছে।এটা বীর্য হলেও গোসল কিভাবে করবে, আবার ভাবতেছে নয় বীর্য নয় মনে হয়।সকালে উঠে ভাবতে ভাবতে অযু করে করার পর আবার আসে মনে নামাজ পড়লে কোন গুণাহ হবে কিনা বীর্য কিনা ভয়ে।এখন বাসার ওরা জানলেও কি বলবে কি করবে বুঝতে না পেরে একটা রুমে ঢুকছে।নামাজ না পড়ে পড়ছে বললেও গুণাহ হবে, না পড়লেও নানারকম প্রশ্ন উঠবে, নাকি না পড়ে পড়ছে এটা জানবে সবাই এমন চিন্তা আসার পর পর মনে মনে না না বলে কারণ রিয়া হলে আবার। এসব ভাবতে ভাবতে পরে জায়নামাজ রেখে আবার চলে আসে।বাসার ওরা ভাবতেছে নামাজ পড়ছে । কিন্তু কাউকে বলতেও পারতেছে না, কি বলবে সেটাও বুঝাতেছে না লজ্জায় । পরে কাযা পড়ে দিবে এমন ভাবলে কি গুণাহ হবে?
১।মনে এসব চিন্তা আসার কারণে কি ঈমানে সমস্যা হবে?নামাজ নিয়ে কোন খারাপ কিছু চিন্তা না আর কাউকে লোক দেখানো ও উদ্দেশ্য না।স্বামী নাই তাই লজ্জায় তখন গোসল ও করা না হলে কি কোন সমস্যা হবে?রিয়া জাতীয় কিছু হবে?
২।উপরের প্রশ্ন কি বুঝা যাচ্ছে কি বুঝানো হয়েছে?শোয়ার পরে আবার স্বামীর কথা মনে পড়ে খারাপ ভিড়িও দেখে ফেললে কি ঈমানে সমস্যা হবে?বার বার না দেখার তওবা করার পর ও দেখে ফেললে?