মসজিদ নির্মাণে দান করার নিয়ত যদি এরকম হয়
যে , টাকা দান করলে সেই টাকা মিস্ত্রী খরচ দিলে সেই দান থেকে যে সওয়াব হবে সেটাই হবে(মানে সওয়াব চলমান হতেই থাকবে এরকম না)।
আর যদি টাকা দান না করে সিমেন্ট, বালু, রড, ইট, ফ্যান ইত্যাদি দান করি তাহলে যতদিন মসজিদ থাকবে সকলে সালাত আদায় করবে ততদিন পর্যন্ত সওয়াব হবে (মানে সওয়াব চলমান হতেই থাকবে) বা (ফ্যান দান করলে)যত দিন ফ্যান চলবে ততদিন পর্যন্ত সওয়াব হবে।
প্রশ্ন: ১) এ ধরনের নিয়ত করা কি জায়েজ বা শিরকি চিন্তা ভাবনা?
২) সিমেন্ট, বালু, রড, ইট, ফ্যান ইত্যাদি দান করলে সওয়াব চলমান হতেই থাকবে যতদিন দানের জিনিস থাকবে এধরনের চিন্তা কি ঠিক বা এধরনের চিন্তা করা কি পাপ?