ইমান হারানোর ব্যাপারে কিছু জানতে চাই
১) আমি একবার বলেছিলাম একজনকে মানুষের ৮০ বছর বাচা উচিত,, আমি আসলে এইটা ভেনে বলেছিলাম যে এতে মানুষ অনেক কিছু করার সুযোগ পাবে,, কম বয়সে মারা যাচ্ছে আমার কাছে ঠিক লাগছে না,,কিন্তু এই চিন্তা ছিল।না যে এই কথায় ইমান যেতে পারে তাহলে আমি কখনোই বলতাম না,,
এতে কি ইমান নবায়ন করতে হবে?
২) প্রায় শুনি কেউ কেউ বলে সব মেনে (ইসলামের নিয়ম) দুনিয়াতে চলা যায় না,,, এতে কি ইমান নস্ট হবে?,, যদি সে না জানে যে এই কথায় ইমান হারাতে পারে তাহলেও কি ইমান নস্ট হবে?
৩) আল্লাহ এর উপর বিশ্বাস আছে কিন্তু না জেনে এই ধরনের আরও কথা যদি কেউ বলে তাহলে তার ব্যাপারে কি ফায়সালা হবে?