আমার বিবাহ হয় প্রায় দুই বছর আগে কাজি অফিস এ বিয়ের দুই তিন মাস পর সবাই জানতে পারে এরপর ছেলের মা আমাকে মেনে নিতে অস্বীকার করে। এরপর ছেলের মা তাকে অন্য জায়গায় বিয়ে দেয়। এতদিন আমরা কিছুই বলি নি তাদের। আমি একটা জব করি । আমার স্বামীকে আমার ভাই বলেছেন যে আপনি যেহেতু তাকে আর নিবেন না সেহেতু তাকে তালাক দেন । আমার স্বামী বলেছেন যে আমি তাকে তালাক দিয়েছি এক বছর আগে । স্বামীর কাছে তালাক নামা চাইলে সে দিতে অস্বীকার করে। আমার স্বামীর পরিবার একটু প্রভাবশালী তাই এখন আমরা কিছুই করতে পারতেছি না ।
এখন প্রশ্ন হচ্ছে
১/ আমার ভাই আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি রাদিয়াকে তালাক দিয়েছো । আমার স্বামী বলেছেন যে হ্যাঁ । যদি সে আগে তালাক না দিয়েও বলে যে দিয়েছি এই কথার দ্বারায় কি তালাক হবে ?
২/ আমার স্বামী যদি তালাক না দিয়েও বলে যে তালাক দিয়েছি আর আমরা সেই কথা সত্য ভেবে আমার অন্য জায়গায় বিয়ে হয় তাহলে কি আমার যিনার গোনাহ হবে??
৩ / আমার স্বামী আমাকে নিবেন না তালাকও দিবেন না যদি তাকে জিজ্ঞেস করা হয় তাহলে সে বলে যে আমি তালাক দিয়েছি । আমার স্বামী যদি তালাক না দিয়েও বলে যে তালাক দিয়েছি । আমার বিবাহ যদি অন্য জায়গায় হয় তাহলে কি শুধু আমার গোনাহ হবে নাকি আমার স্বামীর ও গোনাহ হবে ??
তার মিথ্যা বলার কারনে আমি অন্য জায়গায় বিয়ে করলে তার কি কোনো গোনাহ হবে না