আসসালামু আলাইকুম
আমি ওমর ফারুক আমি বিয়ে করেছি আজ ৪ বছর বিয়ে র ১ বছর পরে বিদেশে যাই এবং ঠিক ৩ বছর পরে দেশে আসছি এই ৪ বছরে ঝগড়া বিবাদ আমাদের মাঝে প্রতিনিয়ত হতো দেশে আসার পর আমার wife এর সাথে আমার প্রতিনিয়ত ঝগড়া বিবাদ হতো এবং বারংবার আমি তাকে মাফ করে দিয়েছিলাম এভাবে চলতে থাকার পর এক পর্যায় আমাদের ঝগড়া কথা-কাটাকাটি চরম পর্যায় রুপ নেয় এবং আমি তাকে তার বাবর বাসায় দিয়ে আসি সমাধানের জন্য এবং তাদের কে বলি যে আমার সংসার ঠিক করার জন্য৷ মেয়ে এবং তার পরিবার আমাকে এ বিষয়ে কোনো পাওা দেয়নি৷ কিন্তু তারা প্রতিনিয়ত আমাকে মানসিক ভাবে হুমকি দিতে শুরু করে তারা আরও বলে যে তারা পুলিশ থানা করবে মামলা করবে এবং এক পর্যায় আমি আর এসব না নিতে পেরে উকিল এর কাছে যাই এবং সজ্ঞানে মুখে এবং কাগজ কলমে তাকে ৩ তালাক দেই গত ৭-৮-২০২৫ তারিখ এ
সেই কাগজ পএ তাদের নিকট যায় এবং তার ঠিক দুমাস পর তারা নিজেদের ভুল বুঝতে পারে এখন সমাধান চাচ্ছে৷ আমার ৪ বছরের একটা মেয়ে আছে৷
আমি যখন তালাক দেই তখন আমার শরিয়তের সম্মন্ধে এত জ্ঞান ছিলো না তবে এখন যদি এর কোনো সমাধান থাকে তাহলে আমি তা জানতে চাচ্ছি এবং সমাধান চাচ্ছি আমরা দুজনে চাচ্ছি সংসার করতে