ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইসলামে হালাল খাবারের পদ নিয়ে কোনো বিধিনিষেধ নেই।
যেমন হালাল একাধিক পদ দিয়ে খাবার গ্রহণকে সুন্নতের খেলাফ বিবেচনা করা যাবে না। ঠিকতেমনি হারাম এক পদের খাবার গ্রহণকে হালালও বিবেচনা করা যাবে না।
হ্যা, এটা অবশ্যই ঠিক যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে এবং বিশেষত তিনি এক পদ দিয়েই খাবার খেতেন। এমনকি কখনো কখনো এক পদও সংগ্রহে থাকতো না।
হালালের ক্ষেত্রে ইসলামের দিকনির্দেশনা হলো-
وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
খাও এবং পান করো, তবে অপচয় করো না। নিশ্চয়ই অপচয়কারীদের আল্লাহ পছন্দ করেন না। (সুরা আরাফ-৩১)
পেঠ ভড়ে খাবার গ্রহণ করা যাবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3799