আমি একটা বিষয় clear হতে চাচ্ছি,,
না জেনে এমন কথা যদি বলা হয় যাতে কুফরি কথা থামে, তাহলে কি ইমান চলে যাবে??
বিশ্বাস তো আল্লাহ পাক কেই করি, কিন্তু আগে এমন কিছু বলেছিলাম কিনা মনে নেই,,
একটা কথা মনে পরে এক জন কে বলতে ছিলাম যে মানুষের আয়ু ৮০ বছর হওয়া উচিত,,,
আসলে আমি এইটা এই জন্য বলেছি যে মানুষ তাহলে জিবনের অনেক কিছু চেষ্টা করতে পারত বা অনেক কিছু করতে পারত এই type,,যদি জানতাম যে এইটা তে ইমান চলে যেতে পারব তাহলে sure বলতাম না