আমার বিয়ে হয়েছে প্রায় 3 বছর ।কিন্তু এখনো বেবি কনসিভ করতে পারি নাই।।।তাই একজন আমাকে এই আমল এর বিষয় এ জানাই ।সূরা নুর এর 40 নম্বর আয়াত 7 বার তেলাওয়াত 40 টা লবঙ্গ এর উপর পরে কি খাওয়া যাবে।এটা কি করা উচিত হবে??আর এই আমল টি কি সহিহ।।। আমি আকন বুজতে পারছি না যে এটা করা উচিত হবে কিনা।।