আসসালামু আলাইকুম
১।আমি ফেসবুকে বিভিন্ন সাহায্যের পোস্ট দেখি যারা অসুস্থতার চিকিৎসার জ্ন্য সাহায্য চায়। তারা যাকাতের হকদার কিনা এটা নির্ণয় করা কঠিন। তাদের কি যাকাতের টাকা দেওয়া যাবে?
২।আর কেউ যদি যাকাতের হকদার না কিন্তু এরপরও নিজেকে যাকাতের হকদার দাবী করে, আর সেটা পরীক্ষা করার কোনো সুযোগ না থাকে তাহলে তাকে যাকাত দিয়ে দিলে করনীয় কি?
৩।কাউকে জিজ্ঞেস না করে যাকাতের হকদার কিনা এটা বোঝার কোনো উপায় আছে?
৪।আমরা সমাজে বেশ কিছু মানুষ দেখি যাদের হয়তো সম্মিলিত টাকা পয়সা কম,হয়তো এক জোড়া দুল আছে স্বর্নের আর কিছু টাকা হয়তো আছে। কিন্তু তারা গরীব হিসেবেই সমাজে পরিচিত (বুয়া বা এমন শ্রেণির মানুষ), তাদের সম্পত্তির হিসাব জেনে যাকাত পাওয়ার যোগ্য হচ্ছে কিনা এটা কিভাবে বের করতে হবে? এমন অবস্থায় তাদের সাহায্য করার উপায় কি।