ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
গাজায় আজকাল হাহাকার চলছে, লোকজন অনাহারে অর্ধাহারে মরছে। লোকজন ঘরবাড়ী হারিয়ে আজ নিস্ব। তাই গাজার গরীব মিসকিন শ্রেণীর লোকদের সহায়তার নিমিত্তে যাকাত বা কাফফারার টাকা প্রদান করা যাবে। যারা বন্টন করবে, তাদের দাইত্ব হচ্ছে, যাকাতের সঠিক খাতে মাল খরচ করা। যারা ত্রাণ কালেক্ট করছে, তারা যদি আশ্বস্ত করে যে, সঠিক খাতেই যাকাত/কাফফারা ব্যবহার করবে, তাহলে তাদের হাতে যাকাত/কাফফারা/ ফিতরা দিয়ে দেয়া যাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/92880
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফিলিস্তিনের গাজায় মুসলিম গরীব শ্রেণীর ভাই-বোনদের যাকাত/কাফফারা দিয়ে দেওয়া যাবে। তবে সেখানের ধনীদেরকে দেয়া যাবে না।  এমনটা আমরা ইতিপূর্বে বলেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, এখনকার সময়ে ধনী বলতে সেখানে কেউ নেই, তাই অনায়াসে তাদেরকে যাকাত/কাফফারার টাকা দেয়া যাবে।
(২)  ফরজ নামাজের জামাতে  মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিহা বা অন্য কিরাত করবে না। বরং মুক্তাদি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। 
(৩) জামাতের নামাজে মুক্তাদির জন্য সানা পড়া সুন্নত।