আসসালামু আলাইকুন।
১. কুরবানির কাফফারার টাকা কি ফিলিস্তিনের মানুষদের সাহায্যের উদ্দেশ্যে পাঠানো যাবে?
২. ৫ ওয়াক্ত ফরজ নামাজের জামাতে কোন ওয়াক্তে কি মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিহা বা অন্য কিরাত করবে? নাকি সব সময়েই চুপচাপ দাঁড়িয়ে থাকবে? হানাফি ফিকহে এর মাসআলা কী?
৩. জামাতের নামাজে মুক্তাদি সানা পড়বে?
জানিয়ে উপকৃত করবেন।
জ্যযাকাল্লাহ খাইরান।