আসসালামু আলাইকুম, আমি আইওএমের আগের ব্যাচে ছিলাম কিন্তু কিছু সমস্যার এবং মাসিক ফি ঠিক মত পরিশোধ করতে পারছিলাম না বলে ছিটকে যায়। আমি এবার রিএড হতে চাচ্ছি আবার।
আমার বাবা মার আর্থিক অবস্থা খারাপ না আলহামদুলিল্লাহ। কিন্তু উনারা দ্বীনি পড়াশোনায় টাকা খরচ করতে চায় না। আমি একটা তাজউদ ক্লাস করছি ওটার টাকা আমাকে এদিক সেদিক বলে নিতে হয় এবং হিসাব দিতে হয়ে, এর ফলে পুরো মাস আমার বেশ কষ্ট করে চলতে হয়। তবে পড়াশোনা করতে বাধা দেয় না শুধু টাকা দিতে চায় না, উনাদের কথা হচ্ছে তুমি যা পারো করো কিন্তু আমরা টাকা পয়সা দিতে পারব না। আর উনাদের উপর প্রত্যেক বছর যাকাত এবং কুরবানি ফর‍য হয় এবং হজ্বও ফর‍য ছিল এবং হজ্বও করে আসছেন আলহামদুলিল্লাহ।
এক্ষেত্রে কি আমি আইওএম পুওর ফান্ডে এপ্লাই করতে পারব? পুওর ফান্ডে তো যাকাতে টাকা বা দানের টাকাটা দিয়ে আরেকজনের মাসিক ফি ভর্তি ফি পরিশোধ করা হয়, এটা কি আমার নেওয়া ঠিক হবে? আমি যদি এটা শর্ত রাখি যে আমার যেদিন থেকে সামর্থ্য হবে সেদিন থেকে আমি অন্যান্য সাধারণ স্টুডেন্টদের মত করেই মাসিক ফি পরিশোধ করব তাহলে হবে?বা যে মাসে আমি দিতে পারব দিব।
তবে দ্বীনে ফেরার পর আমি এটা বুঝেছি যে অতিসত্ত্বর আমাকে ইলম অর্জন করতে হবে, কারন আমার অনেক বিষয়েই সমস্যা আছে, আর একা পড়ে যা ঠিক করা সম্ভব না।