আসসালামু আলাইকুম।
আমি অবিবাহিত মেয়ে। আমার বাবা নাই।বড় ভাই সংসার চালাই।বড় ভাইয়ের বউ আর একটা ছেলে আছে।তাছাড়া আমার ভাবি সুবিধার মতো পড়েনি।এখন আমার প্রশ্ন হচ্ছে আমার তো মাহরাম আছে।আমি কি মহিলা মাদ্রাসায় চাকরি করতে পারব??? আমার জন্য কেমন চাকরি জায়েজ হবে? আর ইসলাম অনুযায়ী মেয়েরা কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবে???