আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আমার আব্বার সম্পদ বলতে ৭.৫০ শতক জায়গা আছে যেখানে বাসা বানিয়ে আমরা থাকতেছি। ভাড়া আছে ২ ফ্ল্যাট। সম্পদে আমার আম্মার অংশ এক তৃতীয়াংশ। আমার আম্মা মারা গিয়েছেন। এই জায়গার উপরেই আমাদের ব্যাংক লোন আছে প্রায় ৪ লাখের মতো যা ইনশাআল্লাহ আগামী ২ বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আমার প্রশ্ন হলো
১। আমার আব্বার অতিরিক্ত আরো কোনো সম্পদ নেই। তাহলে উনার উপরে যাকাত ফরজ হবে?
২। আম্মার মৃত্যুর পর আমি উনার সম্পদের ওয়ারিশ হলে ( যদিও জায়গা বন্টন হয় নি+ আমরা এখানেই থাকি) আমার উপরেও কি যাকাত ফরজ হবে?