আসসালামুআলাইকুম,
আমার এক বান্ধবী এবারের পুজার পর হলে এসে আমাদের অনেককে নাড়ু খেতে দিয়েছে। সে এটাও বলেছে যে এগুলো পুজার প্রসাদ না। সে যেহেতু হিন্দু, তাই তার কথা বিশ্বাস করে কি এই খাবার খাওয়া উচিত হবে? যেহেতু এরকম শুকনো, বাজারে কেনা, পুজায় উৎসর্গ খাবার না হলে খাওয়ার অনুমতি আছে।
আর খাওয়া উচিত না হলে তাকে কিভাবে বলা যেতে পারে?
না নিলে মন খারাপ করবে এমন হলে কি নিয়ে পরে না খেয়ে ফেলে দেয়া উচিত হবে?
সর্বোপরি এরকম সিচুয়েশনে কি করা উচিত?