আসসালামু আ'লাইকুম। আমি একজন মেয়ে, আজ আমি গোসলের সময় শেভ করি৷ তো যেহেতু লজ্জাস্থানের কিছুটা ভিতরদিকেও রেজর দিয়ে ঘষে চুল পরিষ্কার করি, সম্ভবত এজন্য আমার স্রাব বের হতে থাকে গোসলের সময়। ওটা যতটুকু সম্ভব বারবার ধুতে থাকি, আবার বের হয়। আবার একদম ভিতর থেকে ধুই, আবার বের হয়৷ এভাবে অনেকক্ষণ বারবার ধোয়ার পরে হাতের মধ্যে আর স্রাব না লাগায় ধোয়া বন্ধ করে গোসল করে নেই। এরপর নামাজ পড়তে গিয়ে সিজদা দেয়ার সময় আমার খুব পরিষ্কার অনুভূতি হয় যে লজ্জাস্থান দিয়ে আবার কিছু বের হয়েছে। তখন বুঝতে পারি চাপ লাগায় এমন হয়েছে৷ তখন মনে হয় যে প্রতিবারই চাপ লাগার সময় হয়তো স্রাব বের হবে, এবং কিছুক্ষণ এরকমই থাকবে। তাই নামাজ পড়েই নেই। প্রতিটা সিজদায়ই বের হওয়ার অনুভূতি হয়। উল্লেখ্য যে এরকম অনুভূতি আমার লজ্জাস্থান থেকে বায়ু বের হলেও হয়৷ তাই আমি নিশ্চিত ছিলামনা যে স্রাব গেছে। পায়জামাও আগে থেকেই গোসলের পানি দিয়ে ভেজা ছিল, তাই চেক করলেও বোঝা যাবেনা। তাই নামাজ শেষ করে আমি একটা পাতলা কাপড় দিয়ে লজ্জাস্থানের ভিতরে ঢুকিয়ে আবার বের করি। তখন হালকা ভেজা দেখি, কিন্তু যেরকম আশা করেছিলাম সেরকম না৷ অর্থাৎ সাদাস্রাব যে পরিমাণে হওয়ার অনুভূতি হয়েছিল সেরকম না৷ নরমালি ভেজা থাকলে যেরকম ভেজা থাকার কথা, অনেকটা সেরকম। তখন আমি সন্দেহে পড়ে যাই, যে এটা কি আসলেই তখন স্রাব ছিল? এরপর হঠাৎ আবার বেশকয়েকবার আগের মত স্রাব যাওয়ার অনুভূতি হয় তখন আবার কাপড় দিয়ে চেক করি, তখন শুকনা পাই। এখন আমার ৫০-৫০ সন্দেহ যে আসলেই তখন স্রাব গিয়েছে কীনা। এই নামাজটা কি আমার আবার কাজা আদায় করা উচিত?