আসসালামুয়ালাইকুম,
১। আমার সাথে একজন পাত্রীর বিয়ের বিষয়ে কথা চলছে। এখন আমাদের পাত্রীকে দেখতে যাওয়ার জন্য বলা হয়েছে। আমি এজন্য গতকাল এশার পর ইস্তিখারা নামায আদায় করি। আজকে ফজরে উঠে ঘুমিয়ে যাই এবং এরপর স্বপ্ন দেখি সেই পাত্রীর বাড়িতে আমি তাকে দেখতে গিয়েছি। একটা টেম্পুর মত কিছু বসে আমি পাত্রীকে সালাম দিয়েছি, সেও সালামের উত্তর নিয়েছে। কথার এক পর্যায়ে টেম্পুর মধ্যে কয়েকজন ছেলে প্রবেশ করে। এরপর আমরা সেখান থেকে নেমে যাই। পাত্রী আমার সাথে কথা বলার সময় হিজাব পড়া ছিল, কিন্তু টেম্পু থেকে নেমে দেখি মেয়ের হিজাব নেই এবং চুল গুলো ছোট। সে একজন ছেলের সাথে কথা বলছে এবং সেই ছেলে তার ভাই। যদিও বাস্তবে পাত্রীর আপন ভাই নেই। দুধ ভাই এবং অন্যান্য ভাই আছেন।
এরপর আমাদের খাওয়ার জন্য বলা হলে আমি এবং আমার পরিবারের সদস্যরা খেতে বসি। পাত্রী পক্ষের কেউ একজন পাত্রীকে আমার সাথে খেতে বসতে বলে। পাত্রী এবং আমি একসাথেই খাওয়া দাওয়া করি। ভাত শেষ হয়ে যাওয়ায় আমি আর ভাত নেই নি। পাত্রীর মা আমাদের ভাত, তরকারি বেড়ে দিচ্ছিল কিন্তু বাস্তবে পাত্রীর মা জীবিত নয়। এরপর দেখলাম আমরা ব্যাক করছি এবং আমাদের যাত্রাপথে ঢাকা বিচ(কক্সবাজার) যাওয়ার একটা রাস্তা আছে(এটা সম্পুর্ন উদ্ভট। কারণ কক্সবাজার তো ঢাকায় নেই।) । তখন আমি ভাবছিলাম স্ত্রীকে নিয়ে একেবারে কক্সবাজার ঘুরে গেলে আর ঢাকা থেকে এখানে আসতে হবে না। অর্থাৎ আসার সময় মনে হচ্ছিল আমি আমার স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলাম।
এখন আমার কাছে মনে হচ্ছে স্বপ্নের ১ম অংশ কেমন যেন নেতিবাচক ইশারা করে। আবার পরের অংশ কেমন যেন ইতিবাচক ইশারা করে। মেহেরবানি করে উক্ত ইস্তিখারার ব্যাখ্যা প্রদান করে আমাদের সহযোগিতা করুন।
২। আমার এক কাজিন ইমার্জেন্সি প্রবাসে চলে গিয়েছে। । সে যেহেতু একটা মেয়ের সাথে রিলেশনে ছিল তাই তাদের বাসায় গিয়ে উভয় ফ্যামিলির মধ্যে একটা বোঝাপড়া হয়েছে বিয়ের বিষয়ে। ২/৩ মাস পরে তাদের মধ্যে বিয়ে হবে এমন কথা হয়েছে। এখন পাত্র যেহেতু প্রবাসে থাকে তাই ই
i) ভিডিও কলে পাত্র যদি কবুল বলে বিয়ে সহীহ হবে?
ii) পাত্র যদি তার বাবাকে ওলি বানিয়ে দেয় এবং তার বাবা যদি ছেলের পক্ষ হয়ে মেয়ে পক্ষের কাছে প্রস্তাব নিয়ে যায় এবং সেখানে যদি পাত্রী প্রস্তাব কবুল করে তাহলে কি বিয়ে হয়ে যাবে?
মোট কথা এখন আমি আমার কাজিনের বিয়েটা প্রবাসে থেকে কিভাবে সম্পন্ন হতে পারে তা জানতে চাচ্ছি। এটা যে হারাম হচ্ছে এটা জানানর পরে সে জানতে চাচ্ছে ফোনে বিয়ে হবে কিনা।
অনুগ্রহ করে আমাকে ২ টি প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করবেন।