আসসালামু আলাইকুম। কোনো কাজের রহমতের জন্য আমি কিছু নফল নামাজ পড়ার নিয়ত করেছিলাম। বেশ কিছু রাকাত এখনো বাকি আছে।
১)এখন আমার প্রশ্ন হল - আমি যদি কিছুদিন যোহরের শুধু ৪ রাকাত ফরজ পড়ি আর সাথে আমার নিয়তের নফল নামাজ পড়ি এভাবে পড়লে কি আমার ফরজ আর নফল নামাজ হবে? নাকি আমাকে আগে যোহরের ১২ রাকাত পড়ে তার পরেই নিয়তের নফল নামাজ পড়তে হবে?
২) সেইম ভাবে আমি যদি ইশার নামাজের পরে নফল নামাজ পড়তে চাই, তাহলে আমি কি ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত, ৩ রাকাত বিতর পড়ার পরে কি আমার নিয়ত এর নফল নামাজ পড়তে পারবো?